বসন্তকাল
সবুজ কুঁড়ি দেয় যে উঁকি
গাছের শাখে শাখে
ফুলের কলি কাননজুড়ে
ফুটে ফুটে থাকে।
কোকিল পাখি সুরে সুরে
কুহু কুহু ডাকে
কৃষ্ণচূড়া খোশবু ছেড়ে
বিলায় যাকে তাকে।
মন ভরে যায় সবুজ পাতার
ঝিরি ঝিরি গানে
শুভ্র ঊষায় নরোম হাওয়া
দেয় যে দোলা প্রাণে।
সবুজাভ রঙালি দিন
বসন্তকাল জুড়ে
যে ঋতুটির কোমল ছোঁয়া
থাকে হৃদয়পুরে।
মা ও স্বাধীনতা
দুখি মায়ের অশ্রু দেখে
যুদ্ধে গেলাম
দীর্ঘ ন’মাস যুদ্ধ করে
স্বাধীন পেলাম
যুদ্ধ শেষে বীরের বেশে
বাড়ি এলাম
দাঁড়িয়ে থাকা মায়ের পায়ে
দিলাম সেলাম।
পড়তে হবে
গড়তে হবে জীবনখানি
ভালো করে পড়ে
ঠকতে হবে সময়-শেষে
রইলে শুধু পড়ে।
লড়তে হবে ধরার মাঝে
সঠিক মতো গড়ে
সময় তো শেষ হবেই হবে
কমবে হিসেব গড়ে।
লাভ হবে না থাকলে শুধু
দামী বসন পরে
দিতে হবে মাশুল না হয়
এই জীবনের পরে।
শীতের শেষ
শীতটা ক্রমেই কমে গেছে
আগের মতো নেই
আগের শীতে মাঘের মাসে
খুব হারাতাম খেই!
এখন যেনো মাঘ মাসেতেই
বসন্তকাল বয়
শীতের শেষে শীতরা উবে
উষ্ণতা হইচই।