জন্ম আমার সবুজ ঘেরা
ছোট্ট একটি গাঁয়
যেথায় ফোঁটা ঘাসের ফুলে
মৌ-মাছিরা ধায়।
চারিদিকে বন-বনানী
শস্যে শ্যামল মাঠ
সপ্তাহ শেষে বটের তলে
বসে গাঁয়ের হাট।
গাছের ডালে মিষ্টি সুরে
ডাকে পাখির ছাও
নদীর বুকে ভেসে বেড়ায়
নানান রঙের নাও।
জেলে সকল নিশি জেগে
ধরেন নানান মাছ
কৃষক ভায়া ফসল বুনেন
আরো লাগান গাছ।
ছোট্ট গাঁয়ের আলো বাতাস
ফসল পাকা ঘ্রাণ
দীঘির জলের শীতল পরশ
জুড়ায় আমার প্রাণ।
২ thoughts on “আমার গাঁ”
Fine
Nice