আল্লাহ মহান

আল্লাহ মহান

গড়েছেন কে বল
নীল আসমান
কুল মাখলুক্ব জপে
কার গুনগান।

কার নামে নদ-নদী
সদা বয়ে চলে
আকাশ পাতালে কার
রাজত্ব চলে।

কার নামে গাছ-পালা
থাকে ঠায় দাঁড়িয়ে
বায়ু বয় অবিরাম
সব বাধা মাড়িয়ে।

যার নামে শুনি সদা
পাখিদের গান
আমাদের প্রভু তিনি
আল্লাহ মহান।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য