আহা! কতো সুখ ছিল মাহফুজ ইকরাম

আহা! কতো সুখ ছিল মাহফুজ ইকরাম

বাঙালিরা একদিন “মাছে আর ভাতে” ছিল,
নানাপদ তরকারি খাবারের পাতে ছিল।
দুধ-কলা ডিম সে তো প্রতি সাঁঝ-রাতে ছিল,
বাঙালির তেজ তাই শরীর আর গা-তে ছিলো!

“গোয়ালেতে গরু আর গোলাভরা ধান” ছিল
জারি-সারি ভাটিয়ালি গলাভরা গান ছিল!
কৃষকের ক্ষেতজুড়ে ফসলের বান ছিল,
সুখে-দুঃখে সকলের ভালোবাসা-টান ছিল।

নদী-নালা খাল-বিলে ঠাসা ঠাসা মাছ ছিল,
সুপারির সারি আর কতো-শতো গাছ ছিল!
সবুজের মাঠ আর কচি-পাতা ঘাস ছিল,
খোপরায় ছোট-বড় মুরগি ও হাঁস ছিল।

শিশুদের হৈচৈ খেলাধুলা সব ছিল,
নীড়ে ফেরা পাখিদের কিচিমিচি রব ছিল।
নবান্ন-পিঠাপুলি কতো উৎসব ছিল,
পূর্ণিমা জোছনাতে কেচ্ছা ও গপ্ ছিল।

সবুজাভ প্রকৃতির কী দারুণ লুক ছিল!
সব মিলে বাঙালির আহা! কতো সুখ ছিল!

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য