ইচ্ছা করে

ইচ্ছা করে

ইচ্ছা করে চাঁদ হয়ে যাই ছড়াই রাতে আলো
আঁধার টুটে বঙ্গদেশে মানুষ করি ভালো
ইচ্ছা করে তারা হয়ে মিটিমিটি জ্বলি
বাগবাগিচায় ফুলে ফুলে ফুটাই প্রেমের কলি।

ইচ্ছা করে নদ হয়ে যাই সাঁতার কাটুক মাছে
জলের স্রোতে দুঃখ ভাসুক থাকুক আপন কাছে
ইচ্ছা করে বাগ হয়ে যাই বাসা বাধুক পাখি
কুহুকুহু কলতানে খুলুক শিশু আঁখি।

ইচ্ছা করে মেঘ হয়ে যাই গায়ে মাখি ছায়া
ভালোবাসার আদর দিয়ে রাখুক মনে মায়া
ইচ্ছা করে কাব্য হয়ে সবার কথা লেখি
মানুষজনের কি হয়েছে? স্বচক্ষে তা দেখি।

ইচ্ছা করে দেশ হয়ে যাই থাকুক সবাই বুকে
মানবতায় প্রাণটা দিয়ে থাকি সুখেদুঃখে
ইচ্ছা করে আকাশ হয়ে বক্ষে রাখি রবি
সকাল সন্ধ্যায় মিলেমিশে তুলি দারুণ ছবি।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য