একুশ তুমি বাঙালির মুখে
থাকবে চিরকাল
একুশ তুমি গর্জে ওঠা
সবুজের বুকে লাল।
একুশ তুমি ফেব্রুয়ারির
অমূল্য এক ধন
একুশ তুমি বীর বাঙালির
বাংলা ভাষার পণ।
একুশ তুমি বাংলাদেশের
অহংকারী দোল
একুশ তুমি মা জননীর
ভালোবাসার কোল।
একুশ তুমি বাংলার বুকে
লাল সূর্যের আলো
একুশ তুমি সুখের প্রদীপ
সবার মাঝে জ্বালো।