প্রশ্ন: মহাস্থানগড় কোথায় অবস্থিত?
উ: বগুড়া।
প্রশ্ন: খোদার পাথরভিটা কোথায় অবস্থিত?
উ: মহাস্থানগড়।
প্রশ্ন: বাঘা জামে মসজিদ কোথায় অবস্থিত?
উ: রাজশাহী।
প্রশ্ন: পানামনগর কোথায় অবস্থিত?
উ: সোনারগাঁয়ে।
প্রশ্ন: আফগান দুর্গ কোথায় অবস্থিত?
উ: ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে।
প্রশ্ন: আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?
উ: নবাব আব্দুল গনী।
প্রশ্ন: মহাস্থানগড়ে কোন যুগের শিলালিপি পাওয়া গেছে?
উ: মৌর্য যুগের।
প্রশ্ন: শালবন বিহার কোথায় অবস্থিত?
উ: কুমিল্লা জেলার ময়নামতিতে।
প্রশ্ন: সোনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল?
উ: মূঘল আমলে।
প্রশ্ন: বাংলার রাজধানী সোনারগাঁয় কে স্থাপন করেন?
উ: ঈশা খাঁ।
প্রশ্ন: সোনারগাঁর পূর্বে বাংলার রাজধানী কোথায় ছিল?
উ: মহাস্থানগড়।
প্রশ্ন: ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী কখন হয়?
উ: ১৬১০ সালে।
প্রশ্ন: বাংলার রাজধানী রাজস্থান থেকে ঢাকায় স্থানান্তর করেন কে?
উ: সুবেদার ইসলাম খান।
প্রশ্ন: তারা মসজিদ কোথায় অবস্থিত?
উ: পুরানো ঢাকায়।
প্রশ্ন: বজরা শাহী মসজিদ কোথায় অবস্থিত?
উ: নোয়াখালী জেলার বেগমগঞ্জে।
প্রশ্ন: ষাট গম্ভুজ মসজিদ কোথায় অবস্থিত?
উ: বাগেরহাট।
প্রশ্ন: ষাট গম্ভুজ মসজিদ কে নির্মাণ করেন?
উ: খান জাহান আলী।
প্রশ্ন: লালবাগ কেল্লা কে নির্মাণ শুরু করেন?
উ: যুবরাজ মোহাম্মদ আযম।
প্রশ্ন: লালবাগ কেল্লার নির্মাণ কে সম্পন্ন করেন?
উ: শায়েস্তা খান।
প্রশ্ন: লালবাগ কেল্লার আদি নাম কী?
উ: আওরঙ্গবাদ দুর্গ।
