কাঁপে পুরো বিশ্ব

কাঁপে পুরো বিশ্ব

পৃথিবীর চারিদিকে শোনা যায় কান্না
বহুদিন ধরে কারো ঘরে নেই রান্না
লজ্জায় কারো কাছে হাত পেতে চান না
চাইলেও ঠিকমতো কারো কাছে পান না!

দিনমজুরের আজ নেই কোনো কর্ম
বাঁচবে কীভাবে তারা যা-ই হোক ধর্ম
দিনেদিনে ভাঁজ পড়ে শরীরের চর্ম
পারবে না কেউ দিতে কষ্টের মর্ম!

মহামারি করোনায় কাঁপে পুরো বিশ্ব
প্রতিদিনই দেখা যায় নির্মম দৃশ্য
এই রোগ চিরতরে করে দেয় নিঃশ্ব
হোক না সে নামিদামি গুরু কিবা শিষ্য!

মৃত্যুর ভয়ে আজ কেঁদে যায় মনটা
কখন যে বেজে উঠে মরণের ঘণ্টা
এসে যেতে পারে ঠিক বিদায়ের ক্ষণটা
নিমিষেই শেষ হবে সাধের জীবনটা!

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য ,