সুর তুলি বাংলার
মিষ্টি সোনা পাখি তুমি
কোন সুরে গান গাওÑ
মোহন তোমার সুর আবেশে
ঘুম ভাঙিয়ে দাও
ঢেউ খেলানো ঢেউয়ের নদী
কোন ভাষাতে বওÑ
হঠাৎ শুনি মাতাল করা
খোকার বাঁশি হও
ঝিরিঝিরি গাছের শাখায়
এত্তো কেন দোলÑ
ঝিলিমিলি মেঘের সারি
খুশিতে উতরোল
সবাই সবার মুক্তমনে
একই ভাষায় গায়Ñ
নিজের প্রিয় ভাষায় গেয়ে
তৃপ্তি খুঁজে পায়
আমিও সেই বুকের মাঝে
বাংলা তুলি সুরÑ
রক্ত দিয়ে বাংলা আনে
রফিক শফিউর।
হাজার সেলাম
বাংলা ভাষায় আমরা লিখি কাব্য
অন্য ভাষায় ক্যান বলো তা ভাববো?
বাংলা আমার
মায়ের মুখের বুলি;
তাই বাঁচাতে জব্বারেরা
বুক পেতে খায় গুলি।
পাখির ভাষা নদীর ভাষা
জেলে মজুর চাষার ভাষা
এই ভাষাতে লুকিয়ে ছিলো
বঙ্গবাসীর স্বপ্ন-আশা।
বাংলা ভাষা গুঁড়িয়ে দিতে
চোখ রাঙালো জিন্নাÑ
আমরা তখন
দিলাম ছুঁড়ে ঘিন্না।
উর্দু হবে রাষ্ট্রভাষা মানবে বলো কেউ?
চারিদিকে ক্ষুব্ধতা-নীল ঢেউ।
তারপরে ঠিক বাংলা ভাষা
আপন করে পেলাম;
ভাষাশহীদ ভাইয়ের প্রতি
আজকে হাজার সেলাম।