* ৬১০ খ্রিস্টাব্দ ও রমজান মাসের কদরের রজনীতে হেরা পর্বতের গুহায় সর্বপ্রথম কুরআন অবতীর্ণ হয়।
* অবতীর্ণের মোট সময়কাল ২২ বছর পাঁচ মাস ১৪ দিন।
* প্রথম নাজিলকৃত পূর্ণ সূরা হলো সূরা ফাতিহা।
* সর্বপ্রথম নাজিলকৃত কুরআনের আয়াত হলো সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত।
* কুরআনের প্রথম শব্দ হলো ‘ইকরা’ তুমি পড়ো।
* কুরআনের সর্বশেষ নাজিলকৃত সূরা হলো সূরা আন-নসর এবং সর্বশেষ নাজিলকৃত আয়াত হলো সূরা বাকারার ২৮১ নম্বর আয়াত।
* কুরআন নাজিল শেষ হয় হিজরি ১১ সালের সফর মাসে।
* কুরআনের সর্ববৃহৎ সূরা হলো সূরা বাকারা। এর আয়াত সংখ্যা ২৮৬।
* কুরআনের সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাওসার। এর আয়াত সংখ্যা ৩।
* পবিত্র কুরআনের মোট সূরা ১১৪টি। এর মধ্যে মাক্কি সূরা (হিজরতের আগে বর্ণিত) ৯২টি, মাদানী সূরা (হিজরতের পরে বর্ণিত) ২২টি।
* কুরআনে মোট ৫৪০টি রুকু আছে।
* প্রসিদ্ধ অভিমত অনুযায়ী কুরআনের মোট আয়াত ৬ হাজার ৬৬৬টি।
* কুরআনের মোট শব্দ ৮৬ হাজার ৪৩০টি।
* কুরআনের মোট অক্ষর ৩ লাখ ৪৭ হাজার ৮৩৩টি, মতান্তরে তিন লাখ ৪৯ হাজার ৩৭০টি, মতান্তরে ৩ লাখ ৫১ হাজার ২৫২টি।
* কুরআনের মোট মনজিল সাতটি এবং পারা ৩০টি।
* হানাফি মাজহাব মতে, কুরআনে তিলাওয়াতে সিজদা ১৪টি।
* কুরআনে নবী ও রাসুলের নাম এসেছে ২৫ জনের। ফেরেশতার নাম এসেছে ৪ জনের। শয়তান শব্দটি এসেছে ৮৫ বার, ইবলিস শব্দটি এসেছে ১১ বার। জিনজাতির প্রসঙ্গ এসেছে ৩২ বার।
* নবীদের মধ্যে পবিত্র কুরআনে সবচেয়ে বেশি এসেছে মুসা আ.-এর নাম। তার নাম এসেছে ১৩৫ বার।
* কুরআনে ছয়জন কাফিরের নাম আছে।
* কুরআনে বিসমিল্লাহ নেই সূরা তওবায়।
* কুরআনে বিসমিল্লাহ দুইবার এসেছে সূরা নামলে।
* কুরআনে বর্ণিত একজন সাহাবি হজরত জায়েদ রা:।
* কুরআনে বর্ণিত একজন নারী মারইয়াম বিনতে ইমরান।
* কুরআনের প্রথম ওহি লেখক জায়েদ বিন সাবেত রা:।
* কুরআনের মুখপাত্র হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস।
* কুরআনকে পূর্ণাঙ্গ রূপ দেন হজরত আবু বকর সিদ্দিক রা: ৬৩৩ খ্রিস্টাব্দে।
* কুরআনের প্রথম সংকলক হজরত ওসমান রা:।
* কুরআনের প্রথম ও প্রধান তাফসিরবিদ আবদুল্লাহ ইবনে আব্বাস
