কৃষক মাঠে

শরৎ শেষে মিষ্টি হেসে
আসলো আবার হেমন্ত
ঘাসের ডগায় শিশির ঝরে
লাগছে বলো কেমনতো?

সবার ঘরে খুশির আমেজ
উৎসবে আজ দেশ মাতে
হুহু করে শিতল বাতাস
বইছে দেখো শেষ রাতে।

কাস্তে হাতে কৃষক মাঠে
মনের সুখে ধান কাটে
পড়ার ফাঁকে খোকন সোনাও
বাবার সাথে খুব খাটে।

ফেলে যাওয়া ধানের আঁটি
চড়ুই পাখি খায় খুটে
শহুরে এই মনটা আমার
গ্রামের দিকে যায় ছুটে।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য