গ্রাম

গ্রাম মানে প্রকৃতির অবারিত মাঠ
গ্রাম মানে পুকুরের পাড়ে বাঁধা ঘাট।

গ্রাম মানে আঁকাবাঁকা বয়ে যাওয়া খাল
গ্রাম মানে ঝরে যাওয়া পাতাছাওয়া চাল।

গ্রাম মানে মৃদু হাওয়া বহে ঝিরঝির
গ্রাম মানে বাঁশপাতা কাঁপে তির তির।

গ্রাম মানে ভোর হলে পাখি ডাকে খুব
গ্রাম মানে সন্ধ্যায় সব হয় চুপ।

গ্রাম মানে বাজারেও কম কোলাহল
গ্রাম মানে বেঁচে থাকা স্স্থু-সবল।

গ্রাম মানে নেই কোথা খুব জনরব
গ্রাম মানে নীরবতা করে উৎসব।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

২ thoughts on “গ্রাম”

Leave a Comment

অন্যান্য