গ্রামের বাড়ি কতই ভালো
রঙিন শহর-নগর থেকে
ইচ্ছে করে গ্রামের বাড়ি
খাতা ভরে যাই এঁকে।
গ্রামের বাড়ি সুখের ঘর
সবুজ শ্যামল স্বপ্ন
পাখির ডাকে ঘুম ভেঙ্গে যায়
এসব কিন্তু ‘গপ ন’।
এসো বন্ধু শহর ছেড়ে
ফিরতে হবে গ্রামে
সুখ ঠিকানা গ্রামেই আছে
খুঁজো স্বপন খামে।