শুনরে আমার খুকুমণি
ঘুমপাড়ানি গান
তোর ছোঁয়াতে শীতল আমি
জুড়ায় আমার প্রাণ।
নাদুস নুদুস পা-খানি তোর
কত্ত ভাল লাগে
ধার পাবে না পাড়াপড়শি
আমিই সবার আগে।
ছোট্ট চোখের চাহনি তোর
মন ভরিয়ে দেয়
আলতো আলতো ঠোঁটগুলো যে
চুমু কেড়ে নেয়।
তোর পাহাড়ায় কাটে আমার
সকাল-সন্ধ্যাবেলা
তোর ঈশারায় ভাসাই আমার
স্বপ্ন সুখের ভেলা।