জানা-অজানা

বিশ্ব পরিবেশ দিবস কবে?
৫ জুন।
বিশ্ব প্রাণী দিবস?
৪ অক্টোবর।
বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয়?
২৩ শে মার্চ ।
বিশ্ব পানি দিবস কবে?
২২ মার্চ।
বিশ্ব বন দিবস
২১ মার্চ।
বিশ্ব ধরিত্রী দিবস?
২২ এপ্রিল।
আর্থ আওয়ার পালন করা হয়?
মার্চের মাসের শেষ শনিবার।
পরিবেশ সচেতনতা শিক্ষার কোন স্তরের সঙ্গে যুক্ত?
প্রাথমিক শিক্ষা।
পরিবেশ ও বাস্তবজীবন শিক্ষার কোন স্তরের সঙ্গে যুক্ত?
মাধ্যমিক শিক্ষা।
বর্ষাকালে কোন মেঘ সবচেয়ে বেশি দেখা যায়?
কিউমুলোনিম্বাস।
ইতাই-ইতাই- রোগ কোন ধাতুর কারণে হয়?
ক্যাডমিয়াম।
মিনামাটা রোগ কোন ধাতুর কারণে হয়?
পারদ।
ব্ল্যাক ফুট ডিজিজ কোন ধাতুর কারণে হয়?
আর্সেনিক।
ফ্লুরোসিস রোগ কেন হয়?
ফ্লোরাইড দূষণের কারণে।
কালো ফুসফুস রোগ কাদের হয়?
কয়লা কারখানার শ্রমিকদের।
আল্ট্রা-ভায়োলেট বিকিরণের দ্বারা কী হয়?
ত্বকের ক্যান্সার হয়।
তাজমহলের ক্ষতিকারক দূষণ পদার্থটির নাম কী?
সালফার ডাই অক্সাইড।
যানবাহনের ধোঁয়াসৃষ্ট ক্ষতিকারক ধাতুজাতীয় দূষক পদার্থ কোনটি?
সিসা।
বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত হলে কোন প্রাণী বাঁচতে পারে না?
২৫% এর বেশি।
প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি?
কার্বন ডাইঅক্সাইড।
জৈব গ্রিনহাউস গ্যাস কোনটি?
মিথেন।
বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের পরিমাণ কত?
০.০০০০৬%।
ওজোনস্তরের ক্ষতির জন্য প্রধান দায়ী কোন গ্যাস?
ক্লোরোফ্লোরো কার্বন।
বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী আর্সেনিকের নিরাপদমাত্রা কতো?
প্রতি লিটার পানিতে ০.০১ মিলিগ্রাম।
মানবদেহে আর্সেনিকের সর্বাধিক সহনসীমা কতো?
প্রতি লিটার জলে ০.০৫ মিলিগ্রাম।
আর্সেনিকোসিস কী?
আর্সেনিক দূষণের ফল।
শব্দদূষণ পরিমাপক এককের নাম কী?

ডেসিবেল ফন।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment