জিহাদের ডাক

হাত বাড়িয়ে একটু ধর তুমি
নিথর একটি জীবন বেঁচে যাবে;
যারা বাঁচার স্বপ্ন ভুলে গিয়ে
মৃত্যু খুঁজে,পুড়ে শত্রু-দাবে।

ক্লান্ত এবং কষ্টে ভরা মনে
প্রভুর ধারে এই আকুতি করে;
পাঠাও তুমি এমন মনের মানুষ
যার ডাকে সব জালিম ভয়ে মরে।

বারংবার খোদার কাছে তারা
দু’হাত তুলে জানায় বাঁচার দাবি
তবু তুমি হাত গুটিয়ে কেন
বসে আছ নিয়ে সুখের চাবি!

দূর থেকে প্রতিদিন আসছে ধ্বনি
‘বাঁচাও! বাঁচাও!’ এই মিনতি করে
কার কথা কে শুনে, সেথায় শুধু
মুসলমানের রক্ত-ই তো ঝরে!

মন কি তোমার একটুও কাঁপে না
ঘামে না হৃদ তাদের কাণ্ড দেখে
ভুলেছ কি জিহাদ নীতির কথা
যা দিয়েছেন প্রভু গ্রন্থে লিখে?

খোদার নীতি জিহাদ স্মরণ কর
তাকবিরে মুখ অস্ত্রতে হাত ভর
বীর খালিদের অনুসৃত পথে
পা বাড়িয়ে তরবারিটা ধর।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য