ওগো প্রভু তোমার প্রেমে
ব্যাকুল আমার হৃদয়-মন
তোমার ভালবাসা পেতে
ডাকছি তোমায় সারাক্ষণ।
সব মালিকের মহান তুমি
বিচার দিনের স্বামী
অন্য কারো চাই না কিছু
তোমায় ছেড়ে আমি।
সর্বদা তাই হৃদয়মাঝে
তোমায় পাওয়ার কামনা
ধন্য করো আমার জীবন
পূর্ণ করে এ বাসনা।
ওগো প্রভু তোমার প্রেমে
ব্যাকুল আমার হৃদয়-মন
তোমার ভালবাসা পেতে
ডাকছি তোমায় সারাক্ষণ।
সব মালিকের মহান তুমি
বিচার দিনের স্বামী
অন্য কারো চাই না কিছু
তোমায় ছেড়ে আমি।
সর্বদা তাই হৃদয়মাঝে
তোমায় পাওয়ার কামনা
ধন্য করো আমার জীবন
পূর্ণ করে এ বাসনা।