চাঁদের আলোয় ঘরটা আমার
আলোকিত হয়
তোমাকে খুঁজি সেই আলোয়
দেখা নাহি পাই।
জোছনার আলোয় দেখা যায়
বন্ধ পানের বাটা
চশমাটাও পাশেই আছে
চলছে ঘড়ির কাঁটা।
মা..মা…বলে ডেকে যাই
কিন্তু সাড়া নাই
খাবার হাতে বসে ভাবি
মাকে কোথায় পাই।
কেউ বলছে গেছো তুমি
ঘুরতে চাঁদের দেশে
তাইতো আজো কাব্য লিখি
তোমায় ভালোবেসে।
১ thought on “তোমায় ভালোবেসে”
মাশাল্লাহ। অসাধারণ মায়ের প্রতি ভালোবাসা এবং স্মৃতিবিজড়িত মনের ভাব।