দেখেছি করোনায় আছে যত
চোর ডাকাতের ছবি
গরীব লোকের ত্রাণের টাকায়
মেটায় মনের হবি।
দেখেছি করোনায় লাশ দাফনে
পড়েছে বাধার মুখে
এইসব দেখে মানবতা আজ
কাঁদছে মনের দুঃখে।
দেখেছি করোনায় সাহস বুকে
বহু ডাক্তার-সাংবাদিক
পুলিশও লড়েছে জাতির লাগি
ছুটেছে তারা দিগি¦দিক।
দেখেছি করোনায় বীরের মত
করতে লাশের দাফন
শেষ বিদায়ে আলেম সমাজ
হলো তাদের আপন।
দেখেছি করোনায় কৃষক ভাইয়ের
কাটতে ক্ষেতের ধান
গরীবের দ্বারে এই আলেম সমাজ
পৌঁছে দিয়েছে ত্রাণ।