আকাশ বাতাস দোলে সুখে শ্রেষ্ঠ মানব আসবে শেষে
ধূলির ধরায় খুশি আসে বৃক্ষরাজি দোলে হেসে।
সূর্য-চন্দ্র পাখপাখালি যেন জোরে উড়ে চলে
বরণ করে নিতে হবে খোদার প্রিয় হাবিব এলে।
প্রিয় নবীর আবির্ভাবে ধরা সাজে নানান ফুলে
নবী এলেন ধরার বুকে স্বর্গ দোয়ার দিলেন খুলে।
অমানুষের শিকল ভেঙ্গে পাপের আঁধার গেলো সরে
কুসংস্কার সব ছিন্ন করে মানবতার নিশান ওড়ে।
আঁধারঢাকা বিশ্বমাঝে নবীর কাছে কুরআন এলো
শ্রেষ্ঠ নবীর কথা, কর্ম মানব জাতির সুন্নাহ্ হলো।
দীপ্ত আলো নিয়ে হাতে নবী এলেন ধরার বুকে
মানবজাতি পেলো দিশা নিখিল-বিশ্ব হাসে সুখে।
মানুষ শিখে রবের বাণী নবীর উছিলায় তো জানি
আলোর দেখা পেয়ে খুশি নবীর কথা তাইতো মানি।