নেকির ছড়া

চলবো সবাই ধর্ম মেনে
নেকির আমল করবো
আল্লাহ নামের জিকির করে
আমলনামা ভরবো।

ভক্তিভরে উজাড় করে
প্রভুর নামে পড়বো
সত্য-ন্যায়ের বলবো কথা
দ্বীনের তরে লড়বো।

করলে জিকির রবের নামে
সওয়াব যখন হয় গো
পড়বো তবে তাঁরই নামে
অন্যকিছু নয় গো।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য