চলবো সবাই ধর্ম মেনে
নেকির আমল করবো
আল্লাহ নামের জিকির করে
আমলনামা ভরবো।
ভক্তিভরে উজাড় করে
প্রভুর নামে পড়বো
সত্য-ন্যায়ের বলবো কথা
দ্বীনের তরে লড়বো।
করলে জিকির রবের নামে
সওয়াব যখন হয় গো
পড়বো তবে তাঁরই নামে
অন্যকিছু নয় গো।
চলবো সবাই ধর্ম মেনে
নেকির আমল করবো
আল্লাহ নামের জিকির করে
আমলনামা ভরবো।
ভক্তিভরে উজাড় করে
প্রভুর নামে পড়বো
সত্য-ন্যায়ের বলবো কথা
দ্বীনের তরে লড়বো।
করলে জিকির রবের নামে
সওয়াব যখন হয় গো
পড়বো তবে তাঁরই নামে
অন্যকিছু নয় গো।