খোকা যায় হেঁটে হেঁটে
বই নিয়ে পাঠে
খুকি ছিল তার পাশে
খোলা এক মাঠে।
দেখে কয় খোকা ভাই
যাও কোথা- বলো
হাসি মুখে বলে খোকা
পাঠে যাই চলো
হাতে হাত রেখে তারা
পাঠশালে- যায়
মন ভরে পাঠ শিখে
প্রাণ খুলে গায়।
খোকা যায় হেঁটে হেঁটে
বই নিয়ে পাঠে
খুকি ছিল তার পাশে
খোলা এক মাঠে।
দেখে কয় খোকা ভাই
যাও কোথা- বলো
হাসি মুখে বলে খোকা
পাঠে যাই চলো
হাতে হাত রেখে তারা
পাঠশালে- যায়
মন ভরে পাঠ শিখে
প্রাণ খুলে গায়।