সবুজ গ্রামে থাকেন আমার মা
বুকের মানিক প্রিয় স্বজন
সুখ ও দুখের বন্ধু ক’জন
তাদের ছেড়ে এই শহরে
মন তো টেকে না।
সবুজ গ্রামে আছে বায়ূ আলো
উদার আকাশ সবুজ জমিন
মেটোপথে হাঁটে মমিন
ওই সে গ্রামই উদাস মলিন
হৃদয় করে ভালো।
সবুজ গ্রামে আছে নদীর বাঁক
জোনাক জ্বলা বেতের সারি
চাঁদনি রাতে আলোর গাড়ি
শাখায় শাখায় ফুল-ফসল ও
নানান পাখির ডাক।
এমন প্রিয় গ্রামটি যদি
ইটের শহর হয়
প্রাণখোলা শ্বাস কোথায় নেব
হচ্ছে ভীষণ ভয়।