প্রিয় নবী

জন্ম তোমার দূর আরবে
তুমি শ্রেষ্ঠ নবী
তোমার স্পর্শে ধন্য ভূমি
ধন্য ভূমির সব-ই।

তোমার স্পর্শে ধন্য ভূমি
আকাশ বাতাস সব
তুমি শ্রেষ্ঠ মহা-মানব
পাঠালো তোমায় রব।

শয়নে স্বপনে হে প্রিয় নবী
তোমার কথা ভাবি
তব উসিলায় এই ধরনী
সৃষ্টি হয়েছে সবই।

ন্যায়ের আলো জ্বাললে তুমি
এই ধরণীর মাঝে
তোমার কথা ভাবতে থাকি
সকাল দুপুর সাঁঝে।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য