রাসূল তুমি সবার সেরা
হৃদয়ে সুখ পাখি
তোমার নামে দরুদ পড়ে
আল্লাহ্ কে ডাকি।
কি মমতায় ধরার বুকে
তুমি ফুটালে ফুল?
তোমার মুখের বাণী শুনে
প্রেমে পড়ি রাসূল।
সারা জীবন কাঁদলে বলে
উম্মতি উম্মতি
রেখে গেলে সবার তরে
আল কুরআনের জ্যোতি।
কাল হাশরের কঠিন দিনে
পেতে একটু নাজাত
দয়ার নবী মায়ার নবী
চাই তোমার শাফায়াত।