লেখতে হলে পড়তে হবে
পড়বে তুমি খুব
তবে তুমি দিতে পারো
জ্ঞান সাগরে ডুব।
জ্ঞানী-গুণীর পথে চলবে
পাবে সঠিক পথ
সঠিক পথ পেতে হলে
টানবে জ্ঞানের রথ।
নিত্যনতুন বইয়ের মাঝে
যাদের আছে টান
তারা শুধু হতে পারবে
মানবতার প্রাণ।
লেখতে হলে পড়তে হবে
পড়বে তুমি খুব
তবে তুমি দিতে পারো
জ্ঞান সাগরে ডুব।
জ্ঞানী-গুণীর পথে চলবে
পাবে সঠিক পথ
সঠিক পথ পেতে হলে
টানবে জ্ঞানের রথ।
নিত্যনতুন বইয়ের মাঝে
যাদের আছে টান
তারা শুধু হতে পারবে
মানবতার প্রাণ।
১ thought on “পড়তে হবে খুব”
কবিতা পরতে ভালো লাগছে