ফুটপাতে থালা হাতে
কত শিশু দাঁড়িয়ে
সাহায্য পেতে চায়
হাতখানা বাড়িয়ে।
কেউ করে তুচ্ছ
কেউ দেয় তাড়িয়ে
কেউ পাশ কেটে যায়
ফুটপাত মাড়িয়ে।
অসহায় মা জননী
ছেঁড়া কাপড় পরে
ক্ষুধা, তাই হাত পাতে
খাবারের তরে।
ফুটপাতে থালা হাতে
কত শিশু দাঁড়িয়ে
সাহায্য পেতে চায়
হাতখানা বাড়িয়ে।
কেউ করে তুচ্ছ
কেউ দেয় তাড়িয়ে
কেউ পাশ কেটে যায়
ফুটপাত মাড়িয়ে।
অসহায় মা জননী
ছেঁড়া কাপড় পরে
ক্ষুধা, তাই হাত পাতে
খাবারের তরে।