ফড়িং আমার নাম

ফড়িং আমার নাম

শিশির ভেজা, বৃষ্টি মেখে
শীত গরমে দৃষ্টি রেখে
ভালো মন্দে আছি,
শহর কিংবা গাঁয়ের মাঠে
সব সময়ই বেজায় ডাঁটে
সবার কাছাকাছি।

সবুজ বনে আপন মনে
পাখা মেলে ক্ষণে ক্ষণে
এদিক সেদিক উড়ে উড়ে
এ ডাল সে ডাল ঘুরে ঘুরে
সারা দিনই নাচি,
রৌদ্র ছায়ায় ঘাসে ঘাসে
লুকিয়ে তাই অনায়াসে
সুখে দুখে বাঁচি।

সবার চোখের দৃশ্য হতে
আমার খুবই দাম
দেখলে চেয়ে সবাই চেনে
ফড়িং আমার নাম।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য