সবুজ কুঁড়ি দেয় যে উঁকি
গাছের শাখে শাখে
ফুলের কলি কাননজুড়ে
ফুটে ফুটে থাকে।
কোকিল পাখি সুরে সুরে
কুহু কুহু ডাকে
কৃষ্ণচূড়া খোশবু ছেড়ে
বিলায় যাকে-তাকে।
মন ভরে যায় সবুজ পাতার
ঝিরি ঝিরি গানে
শুভ্র ঊষায় অমল হাওয়া
দেয় যে দোলা প্রাণে।
সবুজিয়া রঙালি দিন
বসন্তকাল জুড়ে
এ ঋতুটির কোমল ছোঁয়া
থাকে হৃদয়পুরে।