কবর মাঝে সাওয়াল হবে
কে যে তোমার প্রভু
সঠিক জবাব না দিলে ভাই
পার পাবে না কভু।
সাওয়াল হবে ঐ দুনিয়ায়
ছিলে তুমি কোন ধর্মে
দ্বীন ইসলাম বলবে তখন
নেকী ভরা যার কর্মে।
সওয়াল হবে বলো এবার
কে মহান এইজন
কার আদর্শে চলছো তুমি
কার প্রেমেতে মন।
রাসুল প্রেমী বলবে হেসে
তিনি আমার নবী
থাকতে ধরায় হৃদয় মাঝে
এঁকেছি তার ছবি।
পাপী বান্দা পারবে না ভাই
কোনো উত্তর বলতে
বাঁচতে হলে খোদার পথেই
হবে তোমায় চলতে।