ধর্ষণে ঘর্ষণে ভরে গেছে এই দেশ
এদেশের নাগরিক! গর্বের নেই শেষ।
চিরকাল এদেশে ছিলো আছে দ্বন্দ্ব
এদেশের লোকগুলো মুর্খ ও অন্ধ।
চাঁদাবাজি দাদাবাজি আইনের পোশাকে
মানবতা বলে নাকি এগুলোই চোষাকে।
নেতাদের খেতাদের সাথে থাকে পাপিয়া
ডান হাত বাম হাত আরো কত মাফিয়া।
এই দেশ হারামের, নয় মোটে হালালের
ভালোদের ঠাঁই নেই ঠাঁই শুধু দালালের।
এগুলো দেখে ভাই যদি তুমি রেগে যাও
তখনই বলবে- দেশ ছেড়ে ভেগে যাও।
১ thought on “ভেগে যাও”
Locate মাসিক নকীব অনেকদ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে