মনের আশা

আমিতো প্রভু ক্ষুদ্র অতি
ক্ষুদ্র আমার বিবেক
না বুঝিয়া করেই ফেলি
যখন যা চায় আবেগ

আমি তোমার বান্দা অধম
পাপী তাপী গোনাহগার
তুমি তো প্রভু পরম ক্ষমাশীল
ক্ষমা করো হে পরোয়ার।

আমি যে প্রভু না বুঝিয়া
করেছি কত অন্যায়
হাত তুলেছি দরবারে তোমার
ভেঙে পরেছি কান্নায়।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য