মানবতা সেতো মনের তাকিদে-
অন্যের উপকারে আসা
মানবতা সেতো নিরবে নিভৃতে
পথচারির আলো-আশা।
মানবতা সেতো লেলিহান থেকে
অন্যকে বাঁচিয়ে দেয়া
মানবতা সেতো তপ্ত মরু থেকে
শীতল মাটিতে নেয়া।
মানবতা সেতো নারীর ইজ্জত
নিষ্কলঙ্ক রাখা
মানবতা সেতো তার দেয়ালে
সত্য পরশে মাখা।
১ thought on “মানবতা”
আসাধারণ লিখনী