মা

মা শব্দটি কি দিয়ে তৈরি করেছো
ওগো আমার প্রভু
এতো মায়া আছে তাতে ভুলতে
যে পারি না কভু।

তোমার রহমত থেকে কি করেছো
তুমি তাকে দান
যার কারণে ভালোবেসে যাচ্ছেন
তিনি অবিরাম।

এতো মায়া এতো ভালোবাসা
আর কারো কাছে নাই
মায়ের মতো এতো আপন ওগো
আর তো কেহ নাই।

দোয়া করি দুহাত তুলে তোমার কাছে
ওগো আমার প্রভু
ভালো রেখো সুখে রেখো আমার মাকে
কষ্ট দিও না কভু।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য ,