মেইলবক্স – নভেম্বর ২০২০

মেইলবক্স – নভেম্বর ২০২০

পুরোনো বন্ধু
আমি তোমার পুরোনো বন্ধু। ২০১৭ সাল থেকে নিয়মিত পড়ি। প্রতিমাসে তুমি আমার অবসরের সাথি। প্রতিটি সংখ্যা খুব মনোযোগ দিয়ে পড়ি। দারুন লাগে। সুন্দর সুন্দর মজাদার লেখা- সুন্দর করে সাজানো চমৎকার সব ছবি দিয়ে। মাস শুরু হলেই অস্থির হয়ে যাই কখন নকীব আসবে- তোমায় পেতে চাতক পাখির মতো তাকিয়ে থাকি। তুমি এলে মনের বিষণ্নতা দূর হয়ে যায়।
নকীব তোমাকে ও তোমার পরিবারকে অনেক অনেক ধন্যবাদ।
আবিদা খানম
সদর, বরিশাল
ফিরতি মেইল: নিয়মিত পড়, শিখ এবং লিখতে চেষ্টা করো। নিজেকে গড়তে পড়তে হবে! তবে ক্লাসের পড়া কিন্তু সবার আগে। নকীবের ভালোবাসা নিও এবং এই ভালোবাসা অন্য বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিও। নকীব হোক স্বপ্নচারী বন্ধুদের অবসরের সাথি।

নতুন বন্ধু
প্রিয় নকীব। আশা করি ভালো আছ। আমি তোমার নতুন বন্ধু। মাত্র ১টি সংখ্যা পড়েছি। অক্টোবর ২০২০। এতো সুন্দর পত্রিকা আমি আর পড়িনি। আমি নিয়মিত নকীব পড়তে চাই এবং লিখতেও চাই।
তাসনিম
চৌধুরীপাড়া মাদরাসা, ঢাকা।
ফিরতি মেইল: তোমাকে অভিনন্দন প্রিয়। নকীব পড় এবং লিখ- সেরা লেখাটি পাঠিয়ে দাও নকীবের মেইলে। তোমরা লিখলে-তোমরা বড় হলেই নকীব সার্থক। চিঠির জন্য ধন্যবাদ।

প্রিয় বন্ধু
কখনো চিঠি লিখিনি। তোমার কাছেও না। আসলে সাহস হয়নি। অন্য বন্ধুদের মতো সুন্দর করে লিখতে পারি না। তুমি আমার খুব প্রিয় বন্ধু! যদিও তোমার মতো বুদ্ধি নেই জ্ঞান নেই। তোমাকে পড়ে পড়ে শিখতে চেষ্টা করছি। তোমার সব বিভাগই ভালো তবে তুমি সবখানে সব সময় থাক না। তোমাকে পেতে অনেক কষ্ট করতে হয়।
সিদ্দিকুর রহমান
জামিউল উলূম, মিরপুর ১৪, ঢাকা।
ফিরতি মেইল: সাহস করে লিখেছ! এই তো ছাপাও হয়ে গেলো। এবার খুশি তো? আর আমার কাছে সব বন্ধুরাই সমান। তুমি শিখ, তুমি লিখ, তুমি সাথে থাক। আর যে অভিযোগ করেছ তা সত্য। একটু সময় দাও! চেষ্টার সবটুকু চলছে। তোমার জন্য অনেক অনেক ভালোবাসা ও দু‘আ।

কিশোর উপন্যাস
ধারাবাহিক কিশোর উপন্যাস শুরু করার জন্য ধন্যবাদ। এ্যাডভ্যাঞ্চার হওয়ায় আরো বেশি ধন্যবাদ। খুব ভালো লেগেছে। আর গল্প শোন প্রিয় নবীর কি যে অসাধারণ তা বলে শেষ করতে পারবো না। এছাড়াও সব লেখাই খুব সুন্দর। গত সংখ্যাটি ছিলো বৈচিত্র্যময়। পাঠক মহলের পক্ষ থেকে আমরা এর ধারাবাহিকতা চাই।
তানিয়া মীম
মতিঝিল আইডিয়াল, ঢাকা।
ফিরতি মেইল: তোমাদের ভালোলাগায় আমাদের ভালোলাগা। তোমাদের পছন্দই আমাদের পছন্দ। নকীব বৈচিত্র্যময় হয়েছে শুনে ভালো লাগলো। তোমারা জানাও তোমরা আর কি কি চাও? আমরা চেষ্টা করবো তোমাদের দাবী পূরণে। নকীবকে আরো সৌন্দর্য ও বৈচিত্র্যময় করতে চাই। এতে তোমাদের সহযোগিতা চাই। চাই সমালোচনামূলক চিঠি। ধন্যবাদ চমৎকার চিঠির জন্য।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য