মেইলবক্স – মার্চ ২০২০

মেইলবক্স – মার্চ ২০২০

সুন্দরের পক্ষে
নকীব সব সময়ই সুন্দর। কথা বলে- সুন্দরের পক্ষে, সত্যের পক্ষে। তাই নকীবকে এতো ভালোবাসি। নকীবের ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ সবই চমৎকার। এভাবেই এগিয়ে যাক নকীব, স্থান করে নিক তরুণদের হৃদয়ে।
সাদিকুল্লাহ মাহমুদ
ঝিনাইদহ।

ফিরতি মেইল : এই দেশ আমাদের। তরুণরাও আমাদের। আর আগামী দিনে এই বাংলাদেশের দায়িত্ব আসবে তরুণদের হাতে। তাই তরুণরা আদর্শবান হলেই দেশটা হবে সুন্দর। নকীব সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

 

উপস্থিতি কামনা করছি
আমাদের মাদরাসায় আমরা ১৫জন নকীব পড়ি। লেখাও পাঠাই। আলহামদুলিল্লাহ লেখা ছাপাও হচ্ছে। আমাদের একটি সাপ্তাহিক সাহিত্যমজলিস হয়। প্রতিসপ্তাহে আমরা লেখানিয়ে আলোচনা করি। আমরা যদি আপনাদেরকে দাওয়াত করি তাহলে কি আসবেন? আমরা আপনাদের উপস্থিতি কামনা করছি।
আইমান সিদ্দিক
নকীব সাহিত্য সংসদ, উত্তরা।

ফিরতি মেইল : লোভনীয় অফার। এমন প্রিয় প্রিয় বন্ধুদের সাথে দেখা হবে, গল্প হবে, কথা হবে এটা তো মিস করাই যায় না। তোমরা চালিয়ে যাও, নিয়মিত লিখ, নিয়মিত পড়। তোমাদের মাঝে অবশ্যই আসবো ইনশাআল্লাহ।

 

মনটা ভরে উঠে
নকীব দিয়েই লেখালেখি শুরু। প্রথমে ছড়া- ছোটগল্প। এখন নিয়মিত অনেক লেখাই লিখছি। প্রতিটি লেখা তৈরির পর নকীবের প্রতি কৃতজ্ঞতায় মনটা ভরে উঠে। এখনকার নকীব আগের চেয়ে অনেক সুন্দর, অনেক স্বচ্ছ অনেক মানসম্মত। নকীবের জন্য অনেক অনেক দুয়া।
আমজাদ হোসাইন
পটিয়া, চট্টগ্রাম।

ফিরতি মেইল : আলহামদুলিল্লাহ। আমাদেরও মনটা ভরে গেলো। নকীব গঠন করতে চায়, যোগ্য করে গঠতে সহযোগিতা করতে চায়। তোমাদের পাশে- বিশেষ করে তরুণদের পাশে নকীব সবসময় ছিলো থাকবে ইনশাআল্লাল্লাহ। তোমার চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য