ফুঁসে উঠেছে বিশ্ব
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করার বিরুদ্ধে সারা বিশ্ব ফুঁসে উঠেছে। বাংলাদেশও। স্কুল কলেজ মাদরাসার ছাত্র সাথে সাধারণ জনগণ। আল্লাহ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর আমাদের ভালোবাসাকে আরো বৃদ্ধি করে দিন। নকীবের পক্ষ থেকে একটি সীরাত সংখ্যা করা হোক। এটিই আমার কামনা।
সিফাত মাহমুদ
স্কলার্স স্কুল এন্ড কলেজ, ধানমন্ডি, ঢাকা।
ফিরতি মেইল: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ ও সালাম প্রিয় রাসূলের জন্য। সব সময়। তাঁর ভালোবাসায় জীবনের পরতে পরতে। ইনশাআল্লাহ আমরা আলোচনা করে চেষ্টা করবো তোমার প্রত্যাশা পূরণ করতে।
ফুলের মতো সুন্দর
রাসূল সা. কে নিয়ে বিশেষ সংখ্যা চাই। ফুলের মতো সুন্দর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নকীব শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিক রাসূলের সৌন্দর্য-সততা। নবী প্রেম সবার হৃদয়ে হৃদয়ে আলোর বান নিয়ে আসুক। যে আলোয় ধুয়ে মুছে যাবে অন্ধকার। ইনশাআল্লাহ।
মুহাম্মাদ ইমতিয়াজ
হাবীবুর রহমান মোল্লা কলেজ, ডেমরা ঢাকা।
ফিরতি মেইল: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সা. এর প্রেম আমাদের হৃদয়ে হৃদয়ে। সবার হৃদয়ে সব সময়। নকীব আল্লাহ রাসূল ও ইসলামের স্যেন্দর্যই সব সময় তুলে ধরে। আগামীতেও ধরবে ইনশাআল্লাহ। নকীবের সাথেই থাকো-ধন্যবাদ প্রিয়।
সাহিত্য আসর
গত সাহিত্য আসরটি ছিলো বেশ জমজমাট। আলোচনা ছিলো মুগ্ধ করার মতো। নতুনদের জন্য যা ছিলো আগামী দিনের পাথেয়। আমরা চাই সাহিত্য সভা যেন নিয়মিত চলে। কোনোভাবেই যেন তা বন্ধ না হয়।
আবদুল্লাহ ফাহাদ
চৌধুরীপাড়া মাদরাসা, ঢাকা।
ফিরতি মেইল: সাহিত্য সভা তরুণ লেখকদের লেখার মানকে উন্নত করে। সাহিত্য সভা তোমাদের জন্যই। তোমরা নিয়মিত আসলেই সাহিত্য সভা হবে প্রাণবন্ত। এবং তা নিয়মিত হবে ইন্শাআল্লাহ।
তুমি যে আসলেই অনন্য
আমি জানি, তুমি আমার চিঠি ছাপাবে না। তবু আমি চিঠি লিখব। তুমি যে আসলেই অনন্য, এটা কিন্তু সত্যি। কেননা, আমার এক ভাইয়া বেশ কয়েক মাস হলো বাইরে থেকে বাংলাদেশে এসেছে। তোমার এপ্রিল সংখ্যা বাসায় আনার পর তার এতই পছন্দ হয়েছে যে সে আমাকে পড়ার সুযোগও দেয়নি। সেটা তার চাই-ই চাই। তারপর আব্বু অনেক চেষ্টা করে আরো একটি নকীব নিয়ে এসেছেন। আমাদের আনন্দ আর দেখে কে!
আফিফা মারজান
ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ঢাকা।
ফিরতি মেইল: তোমাদের দুজনকেই আমাদের শুভেচ্ছা। নকীব পড়বে এবং নকীবের জন্য লিখবে। আর এই তো তোমার চিঠিও ছাপা হলো। এবার অনেক অনেক খুশি হতেই পারো।