কেমন আছ বন্ধুরা! নিশ্চয় ভালো। ভালো থাক এটাই প্রত্যাশা। করোনার এই মহামারির সময়ে মহান আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এই তো শুকরিয়া। বিচিত্র এই পৃথিবী। বহুরূপি কতশত মানুষ। এর মাঝেই আমাদের বসবাস। এভাবেই দিন চলে। চলছে এবং চলবে। আমাদের কাজ সত্যকে জানা সত্যকে বুঝতে পারা ও সত্যকে প্রচার করা।
আর এই প্রচারের নানান মাধ্যমের মধ্যে লেখালেখিও একটি মাধ্যম। দীনের দাওয়াত বহু ভাবে চলছে। চলছে লেখালেখির মাধ্যমেও। তোমরা অনেকেই লেখক হতে চাও! চেষ্টা করছো লিখতে। আর তোমাদের লেখক হিসেবে তৈরি করতেই নকীবের আত্মপ্রকাশ।
লেখালেখি শুধু শুরু করলেই হয় না। কিছু নিয়ম জানতে হয়। বুঝতে হয় কিছু বিষয়। যদি লেখক হতে চাও তবে প্রচুর পড়তে হবে।
সব সময় আমরা বলি পড় পড় এবং পড়। আর বাংলাদেশের কবি, আমাদের প্রিয় কবি আল মাহমুদ বলতেন-একশ পৃষ্ঠা পড়লে একপৃষ্টা লিখ। তাহলে বুঝতেই পারছ পড়ার গুরুত্ব কত বেশি। হ্যাঁ এটাও সত্য-শুধু পড়লেই লেখক হওয়া যায় না। ওই যে বললাম কিছু নিয়ম কানুন জানতে হবে।
ছড়া লেখার নিয়ম আছে! নিয়ম আছে গল্প লেখারও। প্রবন্ধ-নিবন্ধ, ভ্রমণ বা ফিচার যাই লিখবে কিছু নিয়ম তোমাকে মানতেই হবে। এজন্য প্রয়োজন বড়দের পরামর্শ নেয়া। তোমার পাশের বড় লেখক, বড় ভাই বা উস্তাদের সাথে পরামর্শ করো। প্রতিদিন একটু একটু করে শিখ। শিখতে থাক বানান, রপ্ত করে নাও আমাদের নিজস্ব বানান রীতি।
মনে রাখবে একদিনে দু’দিনে লেখক হওয়া যায় না। ধীরে ধীরে বড় হতে হয়, প্রতিদিন শিখতে হয়। অধ্যবসায় ও সাধনাই তোমাকে নিয়ে যাবে সাহিত্যের উচ্চ শিখরে।
যারা বড় হয়েছেন, যারা বড় লেখক তাদের বই পড়, পড় তাদের জীবনী। মুখস্ত করে নাও সীরাতের পাঠ। কুরআনের গল্পগুলো তোমাকে জানতে হবে। জানতে হবে ইতিহাস। ভয় পেয়োনা! সব একদিনে জানতে হবে না। ধীরে ধীরে পাঠ সমৃদ্ধ হোক তোমার জ্ঞান ভাণ্ডার। মনে রাখবে যারা হতাশাগ্রস্থ বা অল্পতেই নিরাশ হয়-তারা হারিয়ে যায়। যারা সাহসী যারা উদ্যমী-যাদের স্থির লক্ষ্য, দৃঢ় মনোবল তারাই টিকে থাকে। যারা স্বপ্ন দেখে তারা ভবিষ্যতের স্বপ্ন বোনে।
অতএব তোমার এই তারুণ্যে তুমি স্বপ্ন দেখ। স্বপ্ন দেখ সুন্দর আগামীর এক নতুন দিগন্তের। জীবন নামক মাঠে চাষ করো প্রতিদিন-একদিন সফলতার ফসলে ভরে উঠবে জীবন।
আর হ্যাঁ বন্ধুরা! বছর পেরিয়ে আবারো আসলো নতুন বছর। হিজরী সন। ১৪৪২ বিদায় নিয়ে আসলো ১৪৪৩হিজরী। মহররম মাস। আরবী বছরের প্রথম মাস। তোমাদের সবাইকে আরবী নববর্ষের শুভেচ্ছা।