মরুর দুলাল ডাকে
সাদিয়া আফরোজ
মরুর দুলাল ডাকেন আমায়
ঘুমে নিত্য এসে,
আমায় নিয়ে যান না তিনি
স্বপ্ন দেখান শেষে।
মনের ভিতর বড় আশা
যাবো তাঁর ওই দেশ,
লাব্বাইক লাব্বাইক বলবো
পরবো হাজীর বেশ।
রোজ রাতে ভাই স্বপ্ন দেখি
প্রিয় নবীর রওজায়,
শুয়ে আছেন মা আয়শার
ভালোবাসার ঘরটায়।
মরুর দুলাল ডেকে বলেন
হাতে তো সময় নাই,
প্রতিনিয়ত কমছে আয়ু
এবার ফেরা চাই।
মুহাম্মাদ রাসূল সা.
মো. মোছাদ্দেকুর রহমান
নীল আকাশের চাঁদ নেমেছে
মরু সাহারায়,
সেই আলোতে আঁধারবাসী
পথের দেখা পায়।
মা আমিনার ঘরে ফুটলো
এমন সুন্দর ফুল।
চারদিকে তাঁর সুবাস ছড়ায়
মুহাম্মাদ রাসূল।
সেই ফুলের সৌন্দর্যে আজ
সবাই যে আকুল,
ভালোবাসি নবীকে
হতে ‘আশেকে রাসূল।’