শরৎ রানী কাশবন কন্যা
বোরখাখানি খুলে
খালের পাড়ের আড়াল থেকে
নাচছে হেলে দুলে।
সকাল হলে শিউলী বেলী
ফুটে যে হিমঝুরি
শাপলা, টগর, জারুল এবং
মল্লিকা, মধুমঞ্জুরি।
সন্ধ্যা হলে ফুটে ফুল
বকুল আর কামিনী
মিনজিরি, রঙ্গন, শিরীষ
আরো সন্ধ্যামণি।
শরৎ রানী কাশবন কন্যা
বোরখাখানি খুলে
খালের পাড়ের আড়াল থেকে
নাচছে হেলে দুলে।
সকাল হলে শিউলী বেলী
ফুটে যে হিমঝুরি
শাপলা, টগর, জারুল এবং
মল্লিকা, মধুমঞ্জুরি।
সন্ধ্যা হলে ফুটে ফুল
বকুল আর কামিনী
মিনজিরি, রঙ্গন, শিরীষ
আরো সন্ধ্যামণি।