শরতের শোভা বেশি
নীলে আর চরে
নীলে মেঘ, চরে কাশ
ঝিলিমিলি করে।
বাউরি বাতাসে মেঘ
দুলদুল দোলে
কাশ দোলে চুল ছেড়ে
দু’চরের কোলে।
সকাল দুপুর আর
শান্ত বিকালে
মনোলোভা শোভা তার
থাকে একতালে।
শরতের শোভা বেশি
নীলে আর চরে
নীলে মেঘ, চরে কাশ
ঝিলিমিলি করে।
বাউরি বাতাসে মেঘ
দুলদুল দোলে
কাশ দোলে চুল ছেড়ে
দু’চরের কোলে।
সকাল দুপুর আর
শান্ত বিকালে
মনোলোভা শোভা তার
থাকে একতালে।