আজকের শিশুরাই আগামীদিনের দেশগড়ার কারিগর। আজ যারা শিশু, কাল তারাই বিশ্বের নেতৃত্ব দেবে। আজ যারা বিখ্যাত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত, একদিন তারাও শিশু ছিলেন। তাই শিশুদের নিয়ে তাদের রয়েছে নানা ভাবনা।
শিশুদের নিয়ে বিখ্যাত ব্যক্তিদের কিছু ভাবনা পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো-
শিশুর প্রতি আচরণ সম্পর্কে মহানবী সা. বলেছেন, ‘যে ব্যক্তি শিশুকে স্নেহ করে না এবং বড়দের সম্মান দেখায় না সে আমাদের দলভুক্ত নয়। ’ (তিরমিজি, হাদিস নং: ১৯২১)
শিশুরা হল আল্লাহর ফুল এবং জান্নাতের প্রজাপতি। হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
“সমাজ কীভাবে শিশুদের প্রতি আচরণ করে তার মধ্য দিয়ে সমাজের চেহারা ফুটে ওঠে”- নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট।
“শিশুরা হচ্ছে বাগানের কাদা মাটির মত। তাদেরকে খুব সতর্ক ও আদর-সোহাগ দিয়ে যত্ন করতে হবে”- জওহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী।
“শিশুরা হচ্ছে এমন একপ্রকার প্রাণী, যারা নিজেরা নিজেদের জগত তৈরি করে”- রবীন্দ্রনাথ ঠাকুর।
“আমরা আজকের দিনটি উৎসর্গ করি যেন আমাদের শিশুরা একটি সুন্দর আগামী পেতে পারে”- এপিজে আব্দুল কালাম, ভারতের সাবেক প্রেসিডেন্ট।
“প্রতিটি শিশু এই বার্তা নিয়ে জন্মগ্রহণ করে যে, স্রষ্টা এখনও মানুষের প্রতি আস্থা হারান নি”- রবীন্দ্রনাথ ঠাকুর।
“শিশুরা ততটুকু বড় হয়, আমরা তাদের নিয়ে যতটুকু বিশ্বাস করি”- লেডি বার্ড জনসন, সাবেক মার্কিন ফার্স্টলেডি।
“শিশুদের শিক্ষা দেয়া উচিত যে তারা কীভাবে চিন্তা করবে, কী চিন্তা করবে সেটা নয়”- নৃবিজ্ঞানী মার্গারেট মিড।
“বড়দের কথা শোনার ক্ষেত্রে শিশুরা খুব দক্ষ নয়, তবে বড়দের অনুসরণ করার ক্ষেত্রে তারা কখনো ব্যর্থ হয় না”- জেমস বেডউইন, ঔপন্যাসিক।
“শিশুরা হচ্ছে ভেজা মাটির মতো, এর উপর যা কিছুই পতিত হয় তার ছাপ ফুটে ওঠে”- হাইম গিনোট, শিশু মনোবিজ্ঞানী।
“শিশুরা হচ্ছে এমন কিছু হাত, যার দ্বারা আমরা স্বর্গ স্পর্শ করতে পারি”- হেনরি ওয়ার্ড বিচার, সমাজকর্মী।
“শিশুদের নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। এটা খুব কঠিন, কিন্তু এটাই একমাত্র পথ”- বার্বারা বুশ, সাবেক মার্কিন ফার্স্টলেডি।
“সৃষ্টিজগতের সবচেয়ে মুগ্ধকর এবং আকর্ষণীয় হল, শিশুদের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনা”- রে এল উইলবার, সাবেক প্রেসিডেন্ট, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।
“যেখানে শিশুরা জড়ো হয়, প্রকৃত আনন্দ সেখানেই”- মিগনন ম্যাক-লাফিন, সাংবাদিক ও লেখক।
“শিশুদের গড়ে তোলার সবচেয়ে উত্তম পন্থা হল তাদেরকে আনন্দ দেয়া”- অস্কার ওয়াইল্ড, লেখক এবং কবি।
“শিশুদের জন্য যে কিছু করে সে আমার কাছে নায়ক”- ফ্রেড রজার্স, টিভি ব্যক্তিত্ব।
“শিশুদের দেখলে আমার দুটি অনুভূতি জেগে ওঠে- একটি হল তাদের জন্য আদর আরেকটি হল সম্মান”- লুই পাস্তুর, ফরাসী বিজ্ঞানী
সংগৃহীত