শীতের দিনে লেপ এনেছি
দোকান থেকে বাকি
টাকা চাইতে আসলে মালিক
দেই যে তারে ফাঁকি।
নেই যে টাকা পকেট ফাঁকা
কি করি যে ভাই?
ঘুরছি কত কাজের লাগি
কাজ তো নাহি পাই!
সকাল-বিকাল ঘুমোই আমি
করি না কোন কাজ
রাতেরবেলায় কাছে এসে
বউ যে দেখায় ঝাঁঝ!
শীতের দিনের গল্প অনেক
আজকে না হয় থাক
কথা দিচ্ছি বলবো সব-ই
শীতটা শুধু যাক।