শীত এসেছে বছর ঘুরে
পেলাম দুটি জামা
আদর করে বাজার থেকে
কিনে দিলেন মামা।
পথের ধারে নাম না জানা
একটি টোকাই ছেলে
অনেক খুশি হবে জানি
নতুন পোশাক পেলে!
তাইতো আমার লাল জামাটি
দিলাম তাকে তুলে
একনিমিষে সেই খোকাটি
দুঃখ গেলো ভুলে।
শীত এসেছে বছর ঘুরে
পেলাম দুটি জামা
আদর করে বাজার থেকে
কিনে দিলেন মামা।
পথের ধারে নাম না জানা
একটি টোকাই ছেলে
অনেক খুশি হবে জানি
নতুন পোশাক পেলে!
তাইতো আমার লাল জামাটি
দিলাম তাকে তুলে
একনিমিষে সেই খোকাটি
দুঃখ গেলো ভুলে।