শৈশব মানে বন-বাদাড়ে
পাখির মত চলা
শৈশব মানে হাজার রকম
মনের কথা বলা।
শৈশব মানে নাটাই হাতে
আকাশপানে ঘুড়ি
শৈশব মানে ইচ্ছামত
দেশ-বিদেশে উড়ি।
শৈশব মানে কলাগাছে
সুঁই ঢুকিয়ে হাসা
শৈশব মানে খেলাধুলা
সবার ভালোবাসা।
শৈশব মানে আপন মনে
ইচ্ছাময়ী পাখি
শৈশব মানে বুকের ভেতর
স্বপ্নঘোরে থাকি।