শোধনিতে যে হবে

লিখতে আমি ভুলে গেছি
ভুলে গেছি ছন্দ
এখন কেবল নাকে আসে
বুলেট-বোমার গন্ধ।

কাফেরগুলোর যুলুম দেখে
হয়েছি নিস্তব্ধ
বলবো কি আজ বলার মত
পাই না কোন শব্দ।

মুমিনরা সব জেগে উঠো
থেকো না আর ঘুমে
চিল-শকুনের পড়ছে থাবা
মুসলমানের ভূমে।

মাযলুমানের রক্ত চোষার
শোধ নিতে যে হবে
এসো তবে নেমে পড়ি
অস্ত্র হাতে সবে।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য