তোমাদের সময় ম্লান হয়ে যাচ্ছে। চারপাশে নষ্ট আর ধ্বংসের ছবি। অত্যাচার আর নির্যাতনের ভয়াবহতা জেঁকে বসছে মানুষের তাকদিরে। শিক্ষা, চিকিৎসা, খাদ্য, নিরাপদ বাসস্থান ও সুবিচারের অভাবে মানুষের হৃদয় কাঁদে। পারিবারিক, সামাজিক আর্থিক, সব কিছুতেই খারাপ মানুষের আধিপত্য । দুর্নীতি আর দুঃশাসনের প্রভাবে নষ্ট হয়ে গেছে মানুষের নৈতিকতা। একটি অসভ্য পৃথিবীতে প্রবেশ করেছে তোমাদের সময়। খুব ভেবেচিন্তে জীবন গঠনের উপকরণ সংগ্রহ করতে হবে তোমাদের। নিজেকে প্রস্তুত করতে হবে সত্য ও সুন্দরের জন্য। কথা বলতে হবে—সদা সত্য-ন্যায় ও সুন্দরের পক্ষে। মিথ্যুক প্রতারকদের বিরুদ্ধে তোমাদের কণ্ঠ হবে উচ্চ। লড়াই হবে খুব কৌশলে।
তোমাদের প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ও সুন্দরের পক্ষে ছিলেন। পৃথিবীতে সুন্দরের আলো নিয়ে এসেছেন তিনি। সে সুন্দরে আলোকিত হয়েছে মানুষ, ছুটে গেছেন—ইনসাফের পতাকা হাতে; পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সে সব মানুষের সেবায়, মানবতা পেয়েছিল পরিপূর্ণতা। আজ সে সব মানুষ নেই। তোমাদেরই হয়ে ওঠতে হবে—সেই মানুষ। নিজের ভেতর আস্থা ও সাহস রেখ, আলো আসবেই ইনশাআল্লাহ—
তোমরা যখন জাগবে সবে
দেখবে নতুন ভোর
আলো হয়ে ফুটবে জগত
খুলবে সকল দোর
২ thoughts on “সম্পাদকীয়”
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ, মাসিক নকিব ম্যাগাজিন প্রতি মাসে হাতে পাবো কিভাবে?
আপনার পূর্ণাঙ্গ ঠিকানা দিন