সকাল হয়েছে ভোরের আজান শোনে। মিনারে মিনারে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে ফজরের আজান। নতুন বছরের প্রথম আজান। বলা যায় আজানের সুরেই শুরু হলো নতুন বছর। নতুন বছর। নতুন সকাল। কুয়াশা ভেজা শীতের ভোর। হিম হিম বাতাস। পাখিদের কিচির মিচির ডাক। চারদিকের সবকিছু পুরনো হলেও যেন নতুনের আমেজ।
শিশু-কিশোরদের চোখে মুখে আনন্দ। নতুন বছরে স্কুলে যাবে নতুন ক্লাসে। পাবে নতুন বই। নতুন বইয়ের ঘ্রাণে মন-প্রাণ বিমোহিত হবে। স্কুলের মাঠজুড়ে শিশুদের আনন্দ মিছিল।
নতুন বছরে হোক নতুন প্রতিজ্ঞা। গেলো বছরের সব দুঃখ-কষ্ট ভুলে জীবনকে সাজাও নতুন করে। সংকল্প করো তুমি বড় হবে-বড় তোমাকে হতেই হবে। পড়তে হবে, জানতে হবে বিশ্বকে। সকল জীর্ণতা ছিড়ে তুমি হবে পৃথিবীর প্রাণ। তোমার স্বপ্নের সঙ্গে মিলিয়ে নাও মা-বাবার স্বপ্নকে। ভালোবাসতে শিখো সহপাঠি- বন্ধুকে। বাবার মতো করে সম্মান করো উস্তাদকে।
ভালোবাসো সমাজকে, সমাজের মানুষকে। কাজ-কর্ম, বলা-চলায় তুমি অনুসরণ করো আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি মহামানব, তিনি আমাদের জীবনের চেয়েও প্রিয়।
আমাদের নবী সারা জীবনে একটি অসত্য কথা বলেননি। কাউকে কষ্ট দেননি। ওয়াদার খেলাফ করেননি। বিশ্বজাহানের জন্য তিনি এক অনুপম আদর্শ।
তুমি পড়ো, সিরাত পড়ো, সাহাবিদের জীবনী পড়ো-রঙিন হবে জীবন। সত্য-সুন্দর এপথে নতুন বছরে তোমাকে স্বাগতম বন্ধু! তোমরা আমাদের স্বপ্ন সারথি-নতুন বছরের শুভেচ্ছা নিও।
দুই
শীতের পিঠা খেয়ো। খাও শীতের শাক-সবজি। শরীর সুস্থ রাখতে বেশি বেশি শাক-সবজি খাবে। ফজর নামাজ পড়ে হাঁটতে যাবে। একটু-হাঁটতে হাঁটতে করতে পারো জিকির। ভোরের কুরআন তিলাওয়াত তো মধুময়-হৃদয়ে নূর ছড়িয়ে দেবে। আলোকিত হবে হৃদয়। প্রফুল্য থাকে মন-প্রাণ।
প্রিয় বন্ধুরা! তোমাদের আগামীর দিনগুলো হোক সুন্দর, সুখময় ও সাফল্যগাথা। আজ আর নয় কথা হবে আগামী মাসে ইনশাআল্লাহ।