সম্পাদকীয়

সম্পাদকীয়

কিশোর বয়স হলো স্বপ্ন দেখার বয়স। জীবনের লক্ষ স্থির করার সময়। নিজেকে গঠন করার সময়। এগিয়ে যাওয়ার সময়। এখন প্রতিটি মিনিটের মূল্য দিতে হবে। এগিয়ে যেতে হবে সামনের দিকে। পিছে পড়ে থাক ভয়, বাধা। পড়ালেখা করতে হবে ভালোকরে। সেই সাথে শরীর-মন চাঙ্গা রাখতে, সচল রাখতে- আনন্দ-ফুর্তি, খেলাধুলাও করতে পারো। ইসলামী শরইয়ার মধ্য থেকে করতে পারো বিনোদনের আরো অনেক কিছু।
তোমরা বড়দের সম্মান করতে শিখ, ভাবতে শিখ সমাজ নিয়ে, সমাজের মানুষ নিয়ে। তোমার হৃদয়ের ভালোবাসাটুকু ছড়িয়ে দাও সমাজের মানুষদের জন্য, আর শ্রদ্ধাটুকু অর্পণ করো বড়দের কাছে। দেখবে তুমি সবার কাছে প্রিয়। কতপ্রিয় তা তুমি চিন্তাও করতে পারবে না। আর বাবা-মা! তোমাকে নিয়ে গর্ব করবে। হৃদয়টা ভরে যাবে খুশিতে। মা যখন জায়নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করে দয়াময় প্রভুর কাছে দু’হাত উঠাবে তখন তোমার জন্য দুআ করবে, তোমার ব্যবহারে মুগ্ধ হয়ে অনেক অনেক দুআ করবে সমাজের আরো অনেক মানুষ। সত্যি যদি তুমি সুন্দর করে চলতে পারো দেখবে আরো দশজন ছেলে তোমাকে অনুসরণ করবে।
আর যারা এভাবে চলতে পারবে তারাই আনতে পারবে অন্ধকার সমাজে রাঙাপ্রভাত। নতুন ভোর। সমাজটাকে গড়তে পারবে আলোকিত করে। সুন্দর করে আদর্শ করে। ঠিক খোলাফায়ে রাশেদার মতো করে। আমরা সে সোনালী দিনের অপেক্ষায় আছি। বন্ধু! তুমি জেগে উঠো, তুমিই পারবে, পারতেই হবে।
মুছে যাক সকল অন্ধকার, অরাজকতা, বিদ্ধেষ, হানাহানি। আমরা চাই সুন্দর মানুষ, সুখময় সমাজ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।

Share on facebook
ফেইসবুক
Share on twitter
টুইটার

Leave a Comment

অন্যান্য