তোমাকে ভালোবাসি প্রাণপ্রিয় মা-বাবার চেয়ে!
ভাই-বোনের চেয়েও তোমাকে অনেক বেশি ভালোবাসি!
তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি আপন সন্তানের চেয়েও!
আল্লাহর কসম করে বলছি! নিজের জীবনের চেয়েও বেশি তোমাকে ভালোবাসি হে রাসূল!
হে প্রাণপ্রিয় রাসূল! সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে ভালোবাসার কোন সীমা-পরিসীমা নেই।
পুরো পৃথিবী একদিকে আর তোমার পায়ের ধুলি কণাও যদি একদিকে থাকে আমি শুধুমাত্র সে দিকেই যাবো ইয়া রাসূলাল্লাহ।
আমরা ছিলাম পথহারা, দিশেহারা। হেদায়াত ও সফলতার পথ সম্পর্কে আমরা তো কিছুই জানতাম না। কিন্তু তুমি যখন মহান রাব্বুল আলামীন হেদায়েতের বার্তা নিয়ে এলে। তুমি আমাদেরকে চিনিয়ে দিয়েছ সত্য-মিথ্যার পার্থক্য।
আমরা পেয়েছি সত্য দীন। পেয়েছি নাজাতের পথ। আমরা চিনেছি আল্লাহকে। শিখেছি আল্লাহর প্রিয় হতে।
তুমি নবীগণের সর্দার!
মানুষ গড়ার কারিগর!!
পৃথিবীর সকলের চেয়ে মহান।
তোমার মতো কেউ নেই পৃথিবীর ইতিহাসে।
আর কেউ আসবেও না কোনোদিন।
তুমি এসেছ রহমত হয়ে,
দয়া-মমতার সাগর হয়ে।
তুমি সুরভিত ফুলÑ
তোমার ঘ্রাণে জেগে উঠেছিলো পৃথিবী!
তুমি আলোর মিনারÑ
যে আলোতে সত্যেও পরশে উদ্ভাসিত হয়েছিল আঁধারে নিমজ্জমান অভিশপ্ত সমাজ।
তুমি মুক্তির দিশারীÑ
জাহিলিয়াতের সকল দাম্ভিকতা চুর্ণ করে- তুমি দিয়েছ মুক্ত-স্বাধীন পৃথিবীর ঠিকানা।
হে প্রিয় রাসূল! তোমার আগমনে শান্তির আগোল খুলে দিয়েছিলো পৃথিবী…
ইসলামী রেঁনেসার কবি ফররুখ তার উপমা তুুলে ধরেছেন :
তুমি না আসিলে মধুভাণ্ডার ধরায় কখনো হত না লুট,
তুমি না আসিলে নার্গিস কভু খুলতো না তার পত্রপুট,
তোমার পরশে-ই আবু বকর, ওমর, উসমান, আলী হয়ে উঠেছিলেন মানবতার মহান পুরুষ। কবির ভাষায় :
গলেছে পাহাড়, জ্বলেছে আকাশ, জেগেছে মানুষ তোমার সাথে,
তোমার পথের যাত্রীরা কভু থামেনি চরম ব্যর্থতাতে
তাই সিদ্দিক পেয়েছে বক্ষে অসম সত্য সিদ্ধু দোল
তাই উমরে পাতার ডেরায় নিখিলজনেরও কলরোল।
তুমি আমাদের হৃদয়ের স্বর্ণ সিংহাসনে উপবিষ্ট- হে রাসূল!
মনে-মননে-ভালোবাসার সিন্দু তুমি হে প্রিয় রাসূল!
চিন্তার রাজ্য! স্বপ্নের পৃথিবী জুড়ে, সবখানে তুমি! তুমি এবং তুমিÑ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তুমি মহান আল্লাহর প্রিয় হাবীব-বন্ধু।
আল্লাহর পরে যাকে সবচে বেশি ভালোবাসি সে শুধু তুমি!
তোমার ভালোবাসায় কুরবান হবো- উৎসর্গ করবো সব- সব কিছু! সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যারা তোমার ব্যাঙ্গচিত্র করে অপমান করতে চায়- তারা ধ্বংস হবেই- হবে। ধ্বংস হবে ফ্রান্সের যাবতীয় আস্ফালন।
কিয়ামত অবধি কেবলই থাকবে তোমার নাম, তোমার আনিত ধর্ম ইসলাম। স্বমহিমায়-চির উন্নত হয়ে আলো ছড়িয়েই যাবে।
ইয়া! সাইয়েদুল মুরসালিন, খাতামুন নাবীইন, রাহমাতুল্লিল আলামিন- সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।